নিজস্ব প্রতিবেদক : মজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক টাঙ্গাইলের ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আগামী ২৩ জানুয়ারী গৃহের কাগজ পত্র হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ব্রিফিংএ টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, মজিববর্ষ উপলক্ষে জেলার ১২টি উপজেলায় সরকারি ভাবে ১ হাজার ১৭৪টি ঘর এবং ধর্ণাঢ্যদের অর্থায়নে আরো ১শ’টি ঘর নির্মাণ করা হচ্ছে।
আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পর্যায়ে ৬শ’ ১৩টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহের কাগজ পত্র হস্তান্তর করা হবে। এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রেস ব্রিফিংএ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা প্রশাসক (রাজস্ব)।
এসময় অন্যান্য কর্মকর্তা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার