গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছে না, গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। পাশাপাশি, ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
শনিবার নেতজারিম করিডোরের সামনে ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে খাদ্য সহায়তা পাওয়ার আশায় কয়েকশ’ মানুষ জড়ো হয়। সেখানে নিরাপত্তার অজুহাতে নির্বিচার গুলি চালানো হয়, যার ফলে অনেকে হতাহত হন। এছাড়া উপত্যকার আরও কয়েকটি জনবহুল এলাকায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায়।
অন্যদিকে, দীর্ঘ দিন ধরে খাদ্যাভাবে কষ্ট পাওয়ার ফলে অপুষ্টির কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২২ মাসে খাদ্য সংকটের কারণে প্রাণ হারিয়েছেন মোট ২১২ জন, যার মধ্যে ৯৮ জন শিশু।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬১ হাজারের বেশি মানুষ, আহত হয়েছেন দেড় লাখেরও বেশি।