টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা গ্রামের দুই ভাই নজরুল ও আমিনুর—জীবিকার টানে একসঙ্গে গিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র এক মাসের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন তারা দু’জনই। একে একে দেশে ফিরেছে তাদের কফিনবন্দি মরদেহ।
পরিবারের সদস্যরা জানান, চার বছর আগে বড় ভাই নজরুল সৌদি আরবে যান। কিছুদিন পর ছোট ভাই আমিনুরও সেখানে যোগ দেন। গত আগস্টের শুরুতে কাজের সময় স্ট্রোক করে মারা যান নজরুল। ভাইয়ের মৃত্যুসংবাদে মানসিকভাবে ভেঙে পড়েন আমিনুর। কয়েকদিন পর তিনিও স্ট্রোকে মারা যান।
প্রবাসীদের সহযোগিতায় গত ৬ সেপ্টেম্বর নজরুলের মরদেহ দেশে আনা হয় এবং ৪ অক্টোবর ছোট ভাই আমিনুরের মরদেহও দেশে ফেরে। দুই ভাইয়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জামুর্কি ইউনিয়নের সদস্য সাজন মিয়া জানান, দুই ভাইয়ের পরিবার অত্যন্ত অসহায়। এখন পর্যন্ত সৌদি কোম্পানি, সৌদি সরকার বা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি।
বৃদ্ধ বাবা খবির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই ছেলেকে হারিয়ে আমি পাগল হয়ে গেছি। তাদের স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি। সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”
জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারটি যেন সরকারি সহায়তা পায়, সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা পাওয়ার ব্যবস্থা করা হবে।