কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদীর মোহনা সংলগ্ন সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি জানান, আটক ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার এবং বাকি দুইটির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা। তবে জেলেদের সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানা গেছে, সেদিন সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রায় ২০-৩০টি ট্রলারে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে স্পিডবোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে জিম্মি করে নিয়ে যায়।
এদিকে গ্লোবাল আরাকান নেটওয়ার্কে প্রকাশিত এক বিবৃতিতে আরাকান আর্মি ঘটনার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, বাংলাদেশি জেলেরা মিয়ানমারের রাথেডং টাউনশিপের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন। এ কারণে সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে পাঁচটি ট্রলার ও ৪০ জন জেলেকে আটক করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় জেলেদের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে। ঘটনাটি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।