জুলাই-আগস্টের আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে আত্মপ্রকাশ হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বিগত তেপ্পান্ন-চুয়ান্ন বছরে অসংখ্য দলের আবির্ভাব ঘটেছে। তারা প্রত্যেকেই দেশবাসীকে আশার আলো দেখিয়েছেন। এনসিপির ওপরে বাংলাদেশের মানুষ কেন ভরসা রাখবে?
এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কালের কণ্ঠকে বলেছেন, বিগত তেপ্পান্ন-চুয়ান্ন বছরে বাংলাদেশের গতানুগতিক যে রাজনীতি দেখেছি, এই রাজনীতি কিন্তু মানুষকে অনেক কথা শুনিয়েছে, অনেক কথার ফুলঝুরি আমরা শুনেছি, অনেক আশাও দেখিয়েছে।
কিন্তু দিনশেষে এগুলোর বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা জনগণের পালস বুঝেই অভ্যুত্থানের প্রতিটি কর্মসূচি দেওয়ার কাজটা করেছি। তিনি বলেন, এই তরুণ প্রজন্মের যারা নেতৃত্বে রয়েছেন, আমি মনে করি তারা বাংলাদেশের জন্য বিশাল একটা অ্যাসেট। সেন্ট্রাল কমিটিতে আমি যাদের দেখতে পাচ্ছি, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো যখন সৃষ্টি হয়েছে, এক, দুই বা তিনটি ফেসকে সামনে রেখে সৃষ্টি হয়েছে।
কিন্তু আমাদের এখানে
অন্তত এ রকম কোয়ালিটি সম্পন্ন শতাধিক মানুষ আছেন, যারা ধীরে ধীরে এক বছরের মধ্যে বাংলাদেশের মানুষের সামনে আসবেন এবং আমরা মনে করি, এই মানুষগুলো বাংলাদেশের নেতৃত্বের হাল ধরবেন। এই মানুষগুলোর মৃত্যুর ভয়টা ওই জুলাই অভ্যুত্থানে হারিয়ে গেছে। এই মানুষগুলোর ওপর নেগোসিয়েশনের চাপ ওই জুলাই অভ্যুত্থানে ছিল, কিন্তু তারা করেননি। সারজিস বলেন, এই মানুষগুলোর দেশপ্রেম ছিল বলেই বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে অনেকেই রাজপথে নেমে এসেছেন।
সবারই জীবন হারানোর ভয় ছিল; জীবন হারানোর আশঙ্কা ছিল। আমরা মনে করি, যাদের নেতৃত্বে আজকের এই নতুন রাজনৈতিক দল; তারা প্রাথমিক পরীক্ষায় উতরে এসেছেন। আশা করি, আগামী দিনে এই মানুষগুলো জনগণের পরীক্ষায়ও উতরে যাবেন। যদি কোনো কারণে তারা কোনো জায়গায় বাধাগ্রস্ত হন কিংবা উতরাতে না পারেন, আমরাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই মানুষটিকে বলব, আপনার এই জায়গায় সীমাবদ্ধতা রয়েছে, এই জায়গাগুলোতে কাজ করুন, না হলে আপনাকে পিছিয়ে যেতে হবে।
তিনি বলেন, যোগ্য মানুষটিকে জায়গা ছেড়ে দিতে হবে।
আমরা মনে করি, আমাদের এই মানসিকতা, চিন্তাধারা, সাহসিকতা, ন্যায়নীতির ওপর চলার যে একটা দৃঢ়তা এবং দিন শেষে দেশপ্রেম—এটাই আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতিতে আমাদের জনগণের জন্য কাজ করার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসই সামনে এগিয়ে যেতে পারবে এবং সেটাই হবে আমাদের আগামী বাংলাদেশের রাজনীতি।