মালয়েশিয়ায় মৃত্যুর আট মাস পর দেশে ফিরেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাচগাঁছি ইউনিয়নের পাইকান গ্রামের প্রবাসী শ্রমিক আমিরুজ্জামান (৫০)–এর মরদেহ। শনিবার (২৬ জুলাই) সকালে জানাজা শেষে স্থানীয় আমবাগান পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমিরুজ্জামান ২০০৮ সালের সেপ্টেম্বরে বিএমইটি স্মার্টকার্ড ও বৈধ কাগজপত্র নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যান। শুরুতে ২০১৩ সাল পর্যন্ত তিনি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও, এরপর থেকে ২০২৫ সাল পর্যন্ত আর কোনো যোগাযোগ হয়নি।
একটি সূত্র জানায়, ২০২৪ সালের ১৪ নভেম্বর মালয়েশিয়ার জহুরবাড়ি শহরের পালো হাসপাতালে মারা যান আমিরুজ্জামান। ১৭ নভেম্বর বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানায় কুয়ালালামপুর পুলিশ। পরবর্তীতে তার স্ত্রীকে প্রথমে জানানো হয় তিনি হাসপাতালে ভর্তি, পরে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
দীর্ঘ প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রায় আট মাস পর, গত ২৫ জুলাই রাতে তার মরদেহ দেশে পৌঁছে। নিজ গ্রামে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।