বিশেষ প্রতিবেদক : গত ১৯ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাঃঅধিঃ/২০২০/১০৮ স্মারকমূলে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভ্যাকসিন প্রাপ্যদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রথম ধাপে ৩ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ সংগ্রহ করা হবে, যা দেড় কোটি মানুষকে পর্যায়ক্রমে দেয়া হবে।
সেই নির্দেশনা মোতাবেক টাঙ্গাইলে এক লক্ষ ২০ হাজার ডোজ ভ্যাকসিনের বিপরীতে ৬০ হাজার মানুষের তালিকা প্রস্তুত করার কথা রয়েছে।
সেক্ষেত্রে (১) যাদের সংক্রমনের ঝুঁকি বেশি; (২) যে সকল জনগোষ্ঠীর থেকে সংক্রমন ছড়ানোর সম্ভাবনা বেশি ও (৩) আক্রান্ত হলে জটিলতা/মৃত্যুর ঝুঁকি বেশি তাদের অগ্রাধিকার দিতে হবে।
প্রথম পর্যায়ে নির্দিষ্ট প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা প্রস্তুত করতে হবে। পরবর্তী পর্যায়ে অবশিষ্ট জনগোষ্ঠীর অগ্রাধিকার বিবেচনায় রেজিস্ট্রেশন করে কোভিড টিকা প্রদান সম্পন্ন করা হবে।
অগ্রাধিকারভিত্তিতে যারা টিকা পাচ্ছেন –
(১) কোভিড-১৯ মহামারি মোকাবেলায় সরাসরি সম্পৃক্ত সরকারী হাসপাতালের স্বাস্থ্যকর্মীগণ। যেমন – চিকিৎসক, সেবিকা ও মিডওয়াইফ, এসএসিএমও, অল্টারনেট মেডিকেল কেয়ার, হোমিওপ্যাথি, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলোজিস্ট, ল্যাবরেটরি এটেনডেন্ট, ওয়ার্ড মাস্টার, ওয়ার্ড বয়/আয়া, ধোপা, টিকেট ক্লার্ক, কুক-মশালচি, পরিচ্ছন্নতা বিষয়ককর্মী, ফিজিওফেরাপিস্ট, অ্যাম্বুলেন্স চালক এবং অন্যান্য সরাসরি সম্পৃক্ত সেবাদানকারী;
(২) কোভিড-১৯ মহামারি মোকাবেলায় সরাসরি সম্পৃক্ত সকাল রেজিস্ট্রেশনভূক্ত বেসরকারী ও স্বতন্ত্র স্বাস্থ্যসেবা কর্মীগণ। যেমন – চিকিৎসক, সেবিকা ও মিডওয়াইফ, এসএসিএমও, অল্টারনেট মেডিকেল কেয়ার, হোমিওপ্যাথি, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবরেটরি এটেনডেন্ট, ওয়ার্ড মাস্টার, ওয়ার্ড বয়/আয়া, ধোপা, টিকেট ক্লার্ক, কুক-মশালচি, পরিচ্ছন্নতা বিষয়ককর্মী, ফিজিওফেরাপিস্ট, অ্যাম্বুলেন্স চালক এবং অন্যান্য সরাসরি সম্পৃক্ত সেবাদানকারী;
(৩) বীর মুক্তিযোদ্ধ ও বীরঙ্গনা;
(৪) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিযন, ট্রাফিক পুলিশ, আনসার, ভিডিপি;
(৫) প্রতিরক্ষা কার্যে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ও বর্ডার গার্ড, বাংলাদেশ ইত্যাদি বাহিনীর সদস্যগণ, কোস্টগার্ড ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, বিশেষ গোয়েন্দা বাহিনী;
(৬) রাষ্ট্র পরিচালনার নিমিত্তে অপরিহার্য কার্যালয় তথা মন্ত্রণালয়, সচিবালয়, বিচারিক ও প্রশাসনিক কার্যালয় সমূহের কর্মকর্তা;
(৭) নির্বাচিত জনপ্রতিনিধি;
(৮) গণমাধ্যমকর্মী;
(৯) জনসেবায় সরাসরি সম্পৃক্ত সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্মী;
(১০) ধর্মীয় প্রতিনিধিগণ;
(১১) মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি;
(১২) জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারী;
(১৩) নৌ বন্দর, রেল স্টেশন ও বিমান বন্দরসমূহে কর্মরত ব্যক্তি;
(১৪) মন্ত্রণালয়, বিভাগ, জেলা ও উপজেলাসমূহে আবশ্যকীয় জনসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও
(১৫) ব্যাংক কর্মকর্তা-কর্মচারী।
এবিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, সরকারি নির্দেশনা মোতাবেক কাজ চলছে। খুব শীঘ্রই টিকাদানের কাজ শুরু করা হবে। সম্পাদনা – অলক কুমার