দিনাজপুরের বোচাগঞ্জের এক আলু চাষির স্বপ্ন আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের দেউর গ্রামের বর্গাচাষী বুধেন চন্দ্র রায়ের আলু পুড়ে যায়।
বর্গাচাষী বুধেন চন্দ্র রায় জানান, উৎপাদিত আলু স্থানীয় দেউর স্কুল মাঠের পাশে ১৯২ বস্তা স্তুপ করে রাখেন। আলুগুলো পাইকারি বিক্রি করলেও পরিবহন সংকটের কারণে পাইকারের কাছে হস্তান্তর করতে পারেনি। এরই মধ্যে রাতে ১৯২ বস্তা আলুর স্তুপে আগুন লেগে যায়।
তিনি জানান, চলতি আলু মৌসুমে দেড় একর জমি বর্গা নিয়ে ডায়মন্ড জাতের আলু লাগিয়ে স্বপ্ন বুনতে থাকেন স্বাবলম্বী হওয়ার। এতে প্রায় ১ লাখ টাকা খরচ করে আলু ঘরে তুলে ২ লাখ ৫০ হাজার টাকা বিক্রির চুক্তি করেন। কিন্তু আগুনে সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
বর্গাচাষী বুধেন চন্দ্র রায় কাঁদতে কাঁদতে বলেন, রাতের বেলায় কে বা কারা আমার আলুতে আগুন দিল। আমার যে পুরোটাই লোকসান হয়ে গেল। ৫ নম্বর ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। একজন গরীব অসহায় কৃষকের সঙ্গে এ রকম ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানাই।