নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছবি দিয়ে ফেসবুক আইডি করে টাকা দাবি করায় এক যুবককে আটক করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ।
এ ঘটনায় শুক্রবার রাতে টাঙ্গাইল মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন ইউএনওর অফিসের প্রসেস সার্ভার চান মামুদ।
মামলায় বলা হয়, দীর্ঘদিন যাবত ইশরাত জাহান সিনথিয়া নামের একটি ফেসবুক আইডি খুলে তার মধ্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে ওই আইডির ফ্রেন্ড লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তির কাছে তার ব্যক্তিগত বিকাশ নম্বর দিয়ে প্রতারণামূলক অর্থ দাবি করে।
আরো পড়ুন – যাদের বেশি দরকার তারা নৌকা দিয়ে ঘুরে ফিরে যাবে – জেলা প্রশাসক
এরই প্রেক্ষিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা রানুয়ারা খাতুন নিজের ফেসবুক আইডি থেকে প্রতারণার ঘটনা প্রকাশ করে জনগণকে সতর্ক করেন।
তারই প্রেক্ষিতে আজ বিকালে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ সেই প্রতারককে আটক করে।
আটককৃত প্রতারক টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ভারড়া গ্রামের রকমত আলীর ছেলে বিজয় খান; পরে আইডিটি পুনরুদ্ধার করা হয়।
প্রতারণামূলক অর্থ দাবির ফলে প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং চিহ্নিত প্রতারককে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি মামলায় উল্লেখ করেন।
ইউএনও এবং তদন্ত কর্মকর্তার বক্তব্য –
ইউএনও রানুয়ারা খাতুন বলেন, আমার ছবি দিয়ে তৈরি আইডি থেকে সবার কাছে যখন চাকুরী দেওয়ার কথা বলে টাকা দাবী করে তখন সবাই আমাকে অবগত করলে সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করি।
আরো পড়ুন – হিন্দুদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ
পরে আমার ব্যাক্তিগত ও অফিসিয়াল ফেসবুক একাউন্টে সতর্ক করি সবাইকে। আজ শুক্রবার সদর মডেল থানা তাকে আটক করেছে।
তিনি আরও জানান, এদিকে মেসেজপ্রাপ্তরা টাকা দাবির বিষয়টি ইউএনওর কাছে জানতে চাইলে তার ফেসবুক আইডি নকল ভাবে তৈরি করে টাকা দাবী করা হচ্ছে বলে জানান ।
বিষয়টি সবাইকে অবগত করার জন্য স্ব স্ব ফেসবুক আইডিতে প্রতারণার এ ঘটনা প্রচার করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
এবিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার এসআই সুবল চন্দ্র পাল বলেন, ইউএনওর ফেসবুক আইডি থেকে ছবি নিয়ে সবার সাথে প্রতারণা করার অপরাধে সাধারন ডায়েরী করলে তদন্ত করে আসামীকে আটক করা হয়েছে।
আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার
উপজেলা অফিসের প্রসেস সার্ভার চান মিয়া মামুদ বাদী হয়ে বিজয় খানের নামে মামলা দায়ের করেছে।
আগামীকাল আদালতে রিমান্ড চাওয়া হবে এই চক্রটিকে ধরার জন্য। সম্পাদনা – অলক কুমার