ইতালির রাজধানী রোমে এক মাসের ব্যবধানে ফের সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন আরেক প্রবাসী বাংলাদেশি। নিহত যুবকের নাম মামুন খান (২৮)। এ ঘটনার প্রতিবাদে রোমে বিক্ষোভ করেছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
জানা গেছে, রোমের ক্রিস্টোফোরো কলম্ব এলাকায় প্রধান সড়কের ফুটপাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মামুন খানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হামলাকারী একজন মরক্কোর প্রবাসী, যিনি ঘটনার পরই পালিয়ে যায়।
মামুন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের জন্য ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এর আগে, গত ২৭ মে রোমের আরদিয়া এলাকায় নিজস্ব পেট্রল পাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আরেক প্রবাসী বাংলাদেশি নাহিদ মিয়া। একের পর এক এমন হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।