ক্রিড়া প্রতিবেদক : শেখ কামাল অনুর্দ্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক ও বাহাতি অফ স্পিনার ইমতিয়াজ আহমেদের নৈপুণ্যে ৮ উইকেটে জয় লাভ করেছে।
গোপালগঞ্জ জেলা দলের বিপক্ষে এই ম্যাচে ইমতিয়াজ হ্যাট্রিকসহ ৬ উইকেট দখল করেন।
টুর্নামেন্টে এটা ছিল টাঙ্গাইল জেলা দলের দ্বিতীয় জয়।
সোমবার (১৭ জানুয়ারি) ফরিদপুর জেলার শেখ জামাল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত সেন্টাল জোনের বয়স ভিত্তিক ৫০ ওভারের এই খেলায় টসে জিতে গোপালগঞ্জ জেলা দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
কিন্তু টাঙ্গাইল জেলা দলের স্পিন আক্রমণের বিপক্ষে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ।
অধিনায়ক ইমতিয়াজ আহমেদ ও স্পিনার মাইনউদ্দীনের স্পিন তোপে ৩৬ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট হয় গোপালগঞ্জ।
ইমতিয়াজ ৯ ওভারে ১৯ রান দিয়ে হ্যাট্রিকসহ ৬ উইকেট দখল করে। ইমতিয়াজ ৯ ওভার বলের মধ্যে আবার ৪ ওভার মেডেন ছিল।
এ ছাড়া টাঙ্গাইল জেলা দলের অপর স্পিনার মাইনউদ্দীন ৭ ওভারে ১টি মেডেনসহ ১৪ রান দিয়ে ৩ উইকেট লাভ করে।
টাঙ্গাইল জেলা দলের স্পিন জাদুতে গোপালগঞ্জ জেলা দলের তাজিম শেখ ব্যতীত কোন ব্যাটররা উল্লেখযোগ্য রান করতে পারেনি।
তাজিম শেখ ৫৭ বল খেলে ২৩ রান করে রান আউটের শিকান হন।
৫০ ওভারে ৮৭ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে টাঙ্গাইল জেলা দল মাত্র ১৯ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
টাঙ্গাইলের ব্যাটস্ ম্যান ফেরদৌস লিমন ৪৯ বলে ৪৭ রান ও মুগ্ধ হাসান ৮ রানে অপাজিত থাকেন।
খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক ও ৬ উইকেট শিকারী স্পিনার ইমতিয়াজ আহমেদ।
টাঙ্গাইল জেলা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ্ আজিজ তালুকদার বাপ্পি ও কোচ হিসেবে ছিলেন রাসেল খান।
দলটির সার্বিক দায়িত্বে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োজিত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ মো. আরাফাত রহমান।
প্রকাশ, টাঙ্গাইল জেলা দল টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে রাজবাড়ী জেলা দলকে ৮০ রানে পরাজিত করে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামি বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা দল নরসিংন্দী জেলা দলের মুখোমুখি হবে। সম্পাদনা – অলক কুমার