কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে হাফেজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে।
রবিবার দুপুরে উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় স্বরুপপুরে এ ঘটনা ঘটে। হাফেজ উদ্দিন ওই এলাকার মৃত বাহাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশে বিতর্কিত জমিতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে হাফেজ উদ্দিনের উপর তার চাচাতো ভাই হরমুজ ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন আঘাত করতে থাকেন।
এরমধ্যে হুরমুজের স্ত্রী মনি লাঠি দিয়ে হাফেজ উদ্দিনের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফেজ উদ্দিনকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। হাফেজ উদ্দিনের মৃত্যুর খবর শোনার পরেই হুরমুজ তার পরিবার নিয়ে পালিয়ে যায়।
নিহত হাফেজ উদ্দিনের বোন জহুরা জানান, বহুদিন ধরেই জমি নিয়ে হরমুজ আলী আমার ভাইকে হুমকি দিয়ে আসছিল।
তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে।
জমি বিরোধের বিষয়টি নিয়ে পৌরসভায় আবেদন করেছিল এ সপ্তাহেই এই সমস্যা নিয়ে বসার কথা ছিল।
কালিহাতি থানার ওসি (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা – অলক কুমার