বাংলাদেশ মানবাধিকার কমিশন, কালিহাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে প্রাণবন্ত পরিবেশে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক শাহ আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনন্দ মহন দত্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি তদন্ত মোঃ শরিফুল ইসলাম শরিফ, ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাজাহান কবির, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও মীর আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা এবং ডা. আরিফুল ইসলাম।
বক্তব্যে প্রধান অতিথি ইউএনও খায়রুল ইসলাম বলেন, “মানবাধিকার কেবল কাগজে লেখা কোনো সংজ্ঞা নয়। মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও ন্যায়বিচারের চর্চার মাধ্যমেই সুন্দর সমাজ গড়ে ওঠে।”
বিশেষ অতিথি ওসি তদন্ত শরিফুল ইসলাম শরিফ বলেন, “শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের দায়িত্ব নয়; সচেতন সমাজও অপরাধ প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।”
অধ্যক্ষ শাজাহান কবির তরুণ প্রজন্মকে মানবাধিকার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে সাংবাদিক শাহ আলম বলেন, “নবগঠিত এই কমিটির লক্ষ্য হবে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।”
শেষে অতিথিরা নতুন কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।