গত সাত দিনে আক্রান্তের হার প্রায় ২২ শতাংশ, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস ধীরে তার পেখম মেলতে শুরু করেছে। বেড়েছে আক্রান্তের হার, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।

টাঙ্গাইলে গত সপ্তাহে আক্রান্তের হার প্রায় ২২ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য পর্যলোচনা করে এই তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ০৯ এপ্রিল শুক্রবার থেকে ১৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৮৫টি স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়। তার থেকে ২১২টি পজিটিভ শনাক্ত হয়েছে।

তথ্যে দেখা যায়, ০৯ এপ্রিল ১৬৯টি নমুনা থেকে ৪১টি, ১০ এপ্রিল ৬১টি নমুনা থেকে ৩১টি, ১১ এপ্রিল ৪৪টি নমুনা থেকে ৭টি, ১২ এপ্রিল ১৯৩টি নমুনা থেকে ৪৩টি, ১৩ এপ্রিল ১৯৩টি নমুনা থেকে ৩৮টি, ১৪ এপ্রিল ১৫৮টি নমুনা থেকে ২৭টি ও ১৫ এপ্রিল ১৬৭টি নমুনা থেকে ২৫টি নমুনা পজিটিভ হয়েছে।

এছাড়াও এই সাত দিনে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৪৫৩ জন।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭০ জন। আরোগ্য লাভ করেছেন ৩৯০২ জন।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯০ জন; মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৬৭৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। সম্পাদনা – অলক কুমার