টাঙ্গাইলের মির্জাপুরের মাধুরি পাল শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্য়ায়ে প্রথম স্থান অধিকার করেছেন। মাধুরি পাল মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি গ্রামের শ্রীবাস পালের মেয়ে।সে প্রতিযোগিতার “গ” গ্রুপে প্রথম স্থান অধিকার করে।
শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগীয় শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতার সভাপতি শ্রী জে এল ভৌমিকের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, উপদেষ্টা ও সাবেক সভাপতি সাংবাদিক স্বপন কুমার সাহা, সাবেক সভাপতি শ্রী কাজল দেবনাথ, সাবেক সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু, শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় যুগ্ম সমন্বয়ক শ্রী ডি এন চ্যাটার্জী যুগ্ম সমন্বয়ক শ্রী সাগর হালদার প্রমুখ।
মাধুরি পাল এর আগে মির্জাপুর উপজেলা ও টাঙ্গাইল জেলা পর্য়ায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।
এদিকে মির্জাপুরের মেয়ে মাধুরি পাল শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বে প্রথম স্থান অধিকার তাকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক ও সাধারণ সম্পাদক প্রমথেস গোস্বামী শঙ্কর।