টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবলের প্রীতি ম্যাচ। শুক্রবার বিকেলে হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রোজ ভিপি’র উদ্যোগে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় গোপালপুর নারী ফুটবল একাদশ ও ধনবাড়ী নারী ফুটবল একাদশ।
ম্যাচের শুরু থেকেই মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস। দুই দলের খেলোয়াড়রা দারুণ দক্ষতা ও লড়াকু মনোভাব দেখালেও শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় গোপালপুর নারী ফুটবল একাদশ।
পুরস্কার বিতরণী ও অতিথিবৃন্দ
প্রীতি ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রোজ ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক কোচ ও বর্তমানে বাফুফে এলিট একাডেমির ইউথ ডেভেলপমেন্ট প্রধান গোলাম রব্বানী ছোটন
-
মরহুম ফরহাদ স্মৃতি ফুটবল টিমের কোচ গোলাম রায়হান বাপন
-
স্থানীয় ক্রীড়ানুরাগী ও রাজনৈতিক নেতৃবৃন্দ
মাঠে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতি প্রমাণ করে, গ্রামীণ পর্যায়ে নারী ফুটবলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
নারী ফুটবলের অগ্রযাত্রা নিয়ে আশাবাদ
দর্শকদের অনেকে মনে করেন, এ ধরনের নিয়মিত আয়োজন হলে গ্রামের মেয়েরা আরও অনুপ্রাণিত হবে এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
আয়োজক গোলাম রোজ ভিপি জানান, “আমরা চাই গোপালপুরের মেয়েরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে।”