আজকাল চুল পড়া সমস্যার সঙ্গে অনেকেই পরিচিত। রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, চুলের সঠিক যত্ন নেওয়ার জন্য আগে আমাদের কিছু প্রচলিত ভুল ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি। চলুন জেনে নিই এই ভুল ধারণাগুলো ও তার বাস্তব সত্যতা।
ভুল ধারণা ও সত্যতা:
শুষ্ক ত্বকে খুশকি বেশি হয়: শুধুমাত্র শুষ্ক ত্বক নয়, তৈলাক্ত ত্বকেও খুশকি হতে পারে। স্ট্রেস, ঘুমের অভাব ও অনিয়মিত জীবনযাপনও খুশকির কারণ।
চুল কাটলে দ্রুত লম্বা হয়: চুলের বৃদ্ধি হয় গোড়া থেকে; ডগা কেটে দ্রুত লম্বা হয় না। তবে ডগা ফাটার সমস্যা কমে।
দিয়ে ১০০ বার চুল আঁচড়ালে উজ্জ্বল হয়: অতিরিক্ত আঁচড়ানো চুলের গোড়ায় টান দেয় এবং চুল পড়া বাড়ায়। হালকা আঁচড়ানো যথেষ্ট।
ড্রায়ার ব্যবহার চুলের ক্ষতি করে: বারবার ব্যবহারে ক্ষতি হয়, তবে ভিজে চুল শুকানোও গুরুত্বপূর্ণ। হালকা হিটে শুকানো ভালো।
শ্যাম্পুর আগে সারারাত তেল দিলে ভালো হয়: চুলের গোড়া নিজেই তেল উৎপাদন করে। ৩০–৪০ মিনিট আগে তেল দেওয়া যথেষ্ট এবং পরিষ্কার চুলে ব্যবহার করুন।
পাকা চুল তুললে আরো চুল পাকে: এটি সম্পূর্ণ ভুল। তবে চুল তুলতে গেলে আশপাশের চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, চুলের স্বাস্থ্য বজায় রাখতে প্রচলিত ভুল ধারণা এড়িয়ে বিজ্ঞানসম্মত যত্ন নেওয়াই গুরুত্বপূর্ণ। সঠিক যত্নেই স্বাস্থ্যোজ্জ্বল ও উজ্জ্বল চুল রাখা সম্ভব।