সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, নির্বাচন আমি করবো কি করবো না, এটা আমি সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করতেছি। উনারা যেভাবে আমাকে বলতেছে, তাতে আমি মনে করি উনাদের প্রচুর ইচ্ছা। আমি বলছি উনাদের ইচ্ছা আমার ইচ্ছা। ইলেকশন করি আর না করি, আমি জনগণের সাথে আছি। “জনগণ চাইলে আমি নির্বাচনে অংশ নেবো। ইতিমধ্যে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এই সাড়া অব্যাহত থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।”
শনিবার বিকেলে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকা থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে এভাবেই প্রার্থীতা ঘোষণা করেছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
শনিবার বিকেলে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকা থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন করেন তিনি। পরে করাতিপাড়া বাইপাস ও কাশিল বটতলা বাজার এলাকায় পৃথক জনসমাবেশে অংশ নেন। এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে তিনি এখনো স্পষ্ট করে জানাননি, দলীয় প্রতীক নিয়ে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।










