আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ঘোষিত কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো বিক্ষোভ হবে না, বরং এই দুইদিন বিকেলে কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দল ৫ দফা দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিনদিনব্যাপী বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। তবে সকালবেলায় বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে দায়িত্বশীল অবস্থান নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামী ইতোমধ্যেই সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশ দিয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলা কোনো কর্মসূচি পালন করা যাবে না। বিকেলে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে, যাতে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।