গাজীপুরের টঙ্গীর বনমালা রোডে ‘গাজীপুর আওয়ামী পরিবার’ ব্যানারে মিছিলের চেষ্টা চালানোর অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার পর টঙ্গী-জয়দেবপুর রোডের বনমালা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ডের বনমালা রেললাইন সংলগ্ন এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করে ১৫-২০ জনের একটি দল। এই মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুর, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সোহেল এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হেসেন জয়।
মিছিলটি টঙ্গী পূর্ব থানার হায়দারাবাদ ব্রিজ থেকে শুরু হয়ে পূবাইল থানার আক্কাস মার্কেটের দিকে চলে যায়। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।