
ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে চকলেটের লোভ দেখিয়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি জানাজানি হলে ধর্ষককে স্থানীয়রা আটক করে বেঁধে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ই সেপ্টম্বর) বিকেলে অভিযুক্ত শাকিল (২৫) কে আটক করা হয়। সে লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ (কাজীপাড়া) এলাকার আব্দুল আলীর ছেলে।
মেয়েটির মা জানায়, সকালে মেয়েকে হঠাৎ খুঁজে না পেয়ে ডাকাডাকি করলে পাশের বাড়িতে চিৎকারের আওয়াজ পাই। পরে পাশের বাড়ির শাকিলের ঘর থেকে দৌড়ে আসে।
স্থানীয়রা জানান, বখাটে শাকিল একজন চিহ্নিত মাদকসেবী। এর আগেও তাকে মাদকসহ এলাকাবাসী আটক করে।
স্থানীয় লক্ষিন্দর ইউপি সদস্য হাবিবুর রহমান খান জানান, ঘটনাটি জানতে পেরে সেখানে যাই ও পুলিশে খবর দেই; পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় ।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজাহার বলেন, শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক শাকিলকে আসামি করে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। সম্পাদনা – অলক কুমার
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




