টাঙ্গাইলে দুই ওষুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দুই ওষুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলো, টাঙ্গাইল শহরের মেইন রোডস্থ নিউ ললিতা মেডিকেল হল ও শহীদ ইউনিনালী ফার্মেসী।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখারুল আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, বেশি দামে ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নিউ ললিতা মেডিকেল হলকে ৪০ হাজার; শহীদ ইউনিনালী ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলেরকোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), বিএন এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী‘সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা – অলক কুমার