প্রেমের টানে ঘর বাঁধতে এসে আইনের আওতায় দুই মাদরাসা ছাত্রী

প্রেমের টানে ঘর বাঁধতে টাঙ্গাইলে দুই মাদরাসা ছাত্রী
প্রেমের টানে ঘর বাঁধতে টাঙ্গাইলে দুই মাদরাসা ছাত্রী

নিজস্ব প্রতিবেদক : মাদরাসা ছাত্রী প্রেমের টানে ও ঘর বাঁধার স্বপ্ন নিয়ে টাঙ্গাইলে ছুঁটে এসেছেন কিশোরগঞ্জের আরেক মাদরাসা ছাত্রী।

সম্প্রতি জেলার গোপালপুর উপজেলায় এই ঘটনাটি ঘটেছে।

গোপালপুরের দাখিল শ্রেণীতে পড়ুয়া আশা সিনহার প্রেমের টানে গোপালপুরে ছুঁটে এসেছেন কিশোরগঞ্জের আলিম শ্রেণীতে পড়ুয়া লিজা আক্তার।

আরো পড়ুন – দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন ড. রাজ্জাকের ভাইয়েরা

আশা সিনহা গোপালপুরের রামপুর চতিলা গ্রামের লিয়াকত আলীর মেয়ে আর লিজা আক্তার কিশোরগঞ্জের কটিয়াদীর কামাল হোসেনের মেয়ে।

জানা যায়, ১ বছর আগে ফেসবুকে গোপালপুরের আশা সিনহার সাথে কিশোরগঞ্জের লিজা আক্তারের পরিচয় হয়।

পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত আগস্টে আশা সিনহা কিশোরগঞ্জে লিজার বাড়িতে যায় এবং বান্ধবী পরিচয়ে একসাথে রাত্রিযাপন করে।

এর ধারাবাহিকতায় লিজা গত ৩ দিন আগে গোপালপুরে আসেন।

এক হাজার পাঁচশ টাকা মাসিক ভাড়ায় উভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাসা ভাড়া নেন।

তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

গত রোববার রাতে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন ও উভয়ে বিয়ে করার সিদ্ধান্তের কথা জানান।

বাসার মালিক আব্দুল বারী বলেন, চাকরিজীবী পরিচয় দিয়ে তারা ৩ দিন আগে বাসা ভাড়া নিয়েছেন।

অসহায় ভেবে আমি রুম ভাড়া দেই। তাদের এমন অসম সম্পর্ক আমি কল্পনাও করতে পারিনি।

পুলিশ ও আইনজীবীর বক্তব্য –

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব জানান, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে।

আরো পড়ুন – সরকারি নির্দেশনা অমান্য করার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে সৃষ্টি

অভিভাবকদের সতর্ক থাকা উচিত। দুই ছাত্রীকে গত সোমবার আদালতে পাঠানো হয়েছে। তাদের সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে আমি জানতে পেরেছি।

এ বিষয়ে টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস আকবর খান জানান, গতকাল সোমবার ৩৪ ধারায় মামলা দায়ের শেষে দুই ছাত্রীকে আদালতে পাঠায় গোপালপুর থানা পুলিশ।

তিনি আরও জানান, ছাত্রীর মধ্যে একজনের বয়স ১৮ এর উপরে ও একজনের নিচে।

১৮ বছরের উপরের আলিম শ্রেণীতে পড়ুয়া লিজা আক্তারকে গোপালপুর আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিসেস রুমি খাতুন জামিন দেন ও ১৮ বছর নিচের ছাত্রীকে নারী ও শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেন।

ওইদিনই দাখিল শ্রেণীতে পড়ুয়া আশা সিনহাকেও জামিন দিয়েছেন নারী ও শিশু আদালতের বিচারক মাহবুবুর রহমান।