এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইলের সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক : এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও নাসির উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও একুশে টিভির কাজী তাজউদ্দিন রিপন, টাঙ্গাইল প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মামুনুর রহমান প্রমুখ।

আরো পড়ুন – বাসাইলে বৃষ্টি কামনায় মুসল্লিদের বিশেষ নামাজ আদায়

এছাড়াও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, আনন্দ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, খবরের কাগজের জুয়েল রানা, আজকের বসুন্ধরার রাহিদ রানা, শেয়ার বিজের সোহেল রানা, দেশকালের নওশাদ রানা সানভী সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।

এসময় বক্তারা বলেন,এফডিসির ভিতরে সাংবাদিকদের দাওয়াত দিয়ে নিয়ে যে অপমান করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমরা টাঙ্গাইল থেকেই বলতে চাই যে যদি এই হামলার বিচার না হয় সেক্ষেত্রে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরো পড়ুন – দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন ড. রাজ্জাকের ভাইয়েরা

২২ সাংবাদিকদের উপর হামলাকারী শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজেন্ডার বো’র কঠিন বিচার করতে হবে।

এছাড়াও হামলাকারীদের এফডিসি থেকে বহিস্কার করতে হবে।