টাঙ্গাইলে কাগজপত্র নবায়ন না থাকায় ৩ বাসের জরিমানা

টাঙ্গাইলে কাগজপত্র নাবায়ন না থাকায় ৩ বাসের জরিমানা
টাঙ্গাইলে কাগজপত্র নাবায়ন না থাকায় ৩ বাসের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাগজপত্র সঠিক না থাকায় তিন বাসকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ এপ্রিল) সকালে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ গোলাম সরোয়ারসহ আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন – বড়মনিরকে দল থেকে সাময়িক অব্যাহতি, চূড়ান্ত অব্যাহতির সুপারিশ

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. মুহাইমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে তিনটি বাসের কাগজ পত্র নবায়ন না থাকায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।