১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন

মহিলা ভাইস-চেয়ারম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেলেন রুবি

নব-নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রুবি
নব-নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রুবি

মধুপুর প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা রুবি।

তিনি হাঁস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭২ হাজার ৯৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্ধ্যা সিমস্যাং প্রজাপতি পেয়েছেন ২৩ হাজার ২১০ ভোট।

নিগার সুলতানা রুবি দুই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

৪৯ হাজার ৭৮০ ভোট বেশি পেয়েছেন নিগার সুলতানা রুবি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন – টাঙ্গাইলে ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ

নিগার সুলতানা রুবি জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনের থেকে বেসরকারি ফল ঘোষণা করা হয়।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও দুইজন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন মিনারা বেগম (পদ্মফুল)।

তিনি ২১ হাজার ৬৫৬ ভোট পেয়েছেন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠিনা নকরেক (ফুটবল)।

তিনি ১১ হাজার ১২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত মধুপুর উপজেলা। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১৮ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নব-নির্বাচিত নিগার সুলতানা রুবি বলেন, প্রথমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরো পড়ুন – সখীপুরে সাবেক ও বর্তমান সাংসদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ

আমার ভোটাররা আমার প্রতি আস্থা রেখেছেন তাই তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

মধুপুরের উন্নয়নের আমার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

আমি বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার একজন কর্মী। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে মধুপুর স্মার্ট উপজেলা হবে।