নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে টাঙ্গাইলে স্কুলে স্কুলে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১ জানুয়ারী) দুপুরে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম, জেলা প্রাাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ প্রমুখ।
এর আগে শহরের কালেক্টরেট প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।
এ সময় অতিথিবৃন্ধরা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে বই বিতরণ করেন।
বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে খুবই উচ্ছসিত শিক্ষার্থীরা।
জেলা শিক্ষা অফিস জানায়, জেলায় ৪ লাখ ২১ হাজার ২৫৮ জন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২০ লাখ ৮১ হাজার ৯৪৪ টি বইয়ের চাহিদা রয়েছে।
এর মধ্যে ১৮ লাখ ৪২ হাজার ৪২০টি বই পাওয়া গেছে। শতকরা হিসেবে যা চাহিদার ৮৯ ভাগ।
এছাড়া ৪ লাখ ৪০ হাজার ১৮২ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বইয়ের চাহিদা ছিলো ৫৮ লাখ ৬ হাজার ৯৪২টি।
এর মধ্যে বই পাওয়া গেছে ৩৫ লাখের উপরে। যা শতকরা হিসেবে প্রায় ৬০ ভাগ।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ১২টি উপজেলার মধ্যে ৯টি উপেজলায় শতভাগ বই পাওয়া গেছে।
আর ৩টি উপজেলায় ৫০ ভাগ বই পাওয়া গেছে। বাকি বইগুলো এ সপ্তাহের মধ্যে পাওয়া যাবে।
প্রায় প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নতুন বই সংগ্রহ করেছে বলে তিনি জানান। সম্পাদনা – অলক কুমার