২০১৪ সালে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান বিজুর নির্বাচনী আলোচনা সভা

বাসাইল প্রতিনিধি : ২০১৪ সালে অসামান্য অবদানের জন্য তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মো. সামছুল আলম বিজু 

পুরস্কার স্বরূপ তিনি রাষ্ট্রীয়ভাবে মালদ্বীপ ও শ্রীলংকা সফর করেন ও সেখানে অনুষ্ঠিত স্থানীয় সরকারের সেমিনারে বক্তব্য রাখেন।

গত নির্বাচনে বিএনপির সন্ত্রাসী দ্বারা কেন্দ্র দখল ও নির্বাচনী প্রহসনে ১০৮ ভোটে পরাজিত হন বলে অভিযোগ জেলার এই শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের।

২০১৪ সালে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. সামছুল আলম বিজু এবছরও চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজু আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সেই উপলক্ষে শনিবার (১ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ময়থা জনতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্বাচনী আলোচনা সভার আয়োজন করে বিজুর ভক্ত সমর্থকরা।

ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়থা উত্তর পাড়া গ্রামের মাখন মাস্টার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. সামছুল আলম বিজু; সাবেক অতিরিক্ত সচিব মো. জামাল হোসাইন; ময়থা গ্রামের ছবুর মাস্টার; ডা. রিপন; ডা. কাশেম; জাহাঙ্গীর হোসেন; ঝনঝনিয়া গ্রামের আ. আলীম; আ. হাই প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়ুব সিকদার। অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে সভা স্থলে আসেন আনারসের কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, মো. সামছুল আলম বিজু ২০১১ সাল হতে ২০১৬ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

আর সেই সময় তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সম্পাদনা – অলক কুমার