নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলায় সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়তই বেড়ে চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
সোমবার (৭ আগষ্ট) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭১৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫৭৯ জন।
আরও পড়ুন- বাসাইল পৌরসভায় নৌকার যুগ শেষ, গামছার আমল শুরু
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৪ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ২ জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, মির্জাপুর উপজেলায় ৯ জন, সখীপুর উপজেলায় ৩ জন, ঘাটাইল উপজেলায় ২ জন, এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।