স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এই সময়ে আরো চার ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো ৯ জন মারা গেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৮১টি নমূনা পরীক্ষা করে ১৯৫টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে; মোট মধ্যে ২০৫টি গত ০২ জুলাই পাঠানো ছিল।
জেলায় শনাক্ত ১৯৫ জনের মধ্যে সদরে ৭০, নাগরপুরে ১, দেলদুয়ারে ১৯, সখীপুরে ৯, মির্জাপুর ২, বাসাইলে ২, কালিহাতীতে ৯, ঘাটাইলে ৩৫, মধুপুরে ১৮, ভূঞাপুরে ১৭ এবং গোপালপুরে ১৩ জন।
এপর্যন্ত টাঙ্গাইলে ৮৪০৪ জন করোনা আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে সদরে ৩৭২৪, নাগরপুরে ১৬৬, দেলদুয়ারে ৩৯৬, সখীপুরে ৩৮৬, মির্জাপুর ৮৬৭, বাসাইলে ২১৯, কালিহাতীতে ৮১৮, ঘাটাইলে ৫৩৯, মধুপুরে ৪১০, ভূঞাপুরে ৩৫৩, গোপালপুরে ২৮৬ এবং ধনবাড়ীতে ২৪০ জন।
০৩ জুলাই (শনিবার) টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে টাঙ্গাইলে মোট মৃত্যু ১২৫।
মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫১, নাগরপুরে ২, দেলদুয়ারে ১১, সখীপুরে ৫, মির্জাপুরে ১১, বাসাইলে ৫, কালিহাতীতে ১৫, ঘাটাইলে ১২, মধুপুরে ৩, ভূঞাপুরে ৪, গোপালপুরে ৩ এবং ধনবাড়িতে ৩ জন।
অন্যদিকে টাঙ্গাইলে করোনা শনাক্ত সুস্থ রোগী ৪৭৯২। হাসপাতালে চিকিৎসাধীন ৬৩৯। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৫৬২০ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। সম্পাদনা – অলক কুমার