টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীকে আটক ও ছাড়ার অভিযোগ অস্বীকার ডিবির

বিশেষ সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে দুই ব্যক্তিকে মাদকসহ আটক করে ছেড়ে দেওয়া অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের বিরুদ্ধে।

তবে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে রনি ও আব্দুর রাজ্জাক নামে দুই ব্যক্তিকে আটক করে ডিবি। পরে রাতে তাদের ছেড়ে দেয়ার ঘটনা ঘটে।

রনি বাহাদিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও বালু ব্যবসায়ী দুলাল চকদারের ভাতিজা এবং আব্দুর রাজ্জাক কুকাদাইর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় গোবিন্দাসী এলাকা থেকে বালু ব্যবসায়ী দুলাল চকদারের ভাগিনা রনি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে মাদকসহ আটক করে ডিবি পুলিশ।

বিষয়টি দেখে স্থানীয় জনগণ একত্র হলে রনি ও আব্দুর রাজ্জাকে ডিবি সদস্যদের কালো হাইসে করে নিয়ে চলে যায়; পরে রাতেই তাদের ছেড়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, প্রশাসনের সাথে দুলাল চকদারের ভাল সম্পর্ক রয়েছে।

সে জন্য মোটা অংকের উৎকোচ দিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। এভাবে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দিলে এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হবে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে টাঙ্গাইলের আরো কয়েকজন সিনিয়র সাংবাদিক ফোন করেছিল।

পরে বিষয়টি নিয়ে আমি খোঁজ খবর নিয়েছি। আমাদের কোন টিম এই ধরনের কাজ করে নাই।

এসময় তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ধরনের অভিযান করতে পারে। সম্পাদনা – অলক কুমার