টাঙ্গাইলে ছিনতাই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলহাজ্ব আকন্দ (২৬) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল পৌর শহরের আকুর টাকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেছে র্যাবের টাঙ্গাইল ক্যাম্প।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ আগস্ট ভোরে কালিহাতি উপজেলার হিজুলি গ্রামের নবনির্মিত মসজিদের সামনে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা নাজমুল হোসেনের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর একইভাবে আঃ মান্নানের কাছ থেকে ছিনিয়ে নেয় ২০ হাজার টাকা।
স্থানীয়দের সহায়তায় একজন আসামিকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কালিহাতি থানায় চারজনকে আসামি করে দস্যুতা মামলা দায়ের করেন।
এরপর র্যাব-১৪ গোয়েন্দা নজরদারি চালিয়ে আসামির অবস্থান নিশ্চিত হয়। অভিযানে পলাতক আসামি আলহাজ্ব আকন্দকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে কালিহাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মামলার আরেক আসামি সুমন (২২) কে ৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের এনায়েতপুর হাজেরাঘাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।