টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের ক্ষেত্রে প্রকৃত মালিকদের অবহেলার প্রতিবাদ জানিয়ে এবং নতুন, গণতান্ত্রিক কমিটি গঠনের দাবিতে ট্রাক মালিকদের একটি অংশ শনিবার (১৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাব কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা। তিনি বলেন, “গত ৩ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে বিনা নির্বাচনে, অগণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির অধিকাংশ সদস্য প্রকৃত ট্রাক মালিক নয়। এছাড়া কিছু কমিটি সদস্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। মালিকবিহীন এই কমিটি আমরা মেনে নিতে পারি না।”
তিনি আরও দাবি করেন, “গঠনতন্ত্র বহির্ভূত এই অবৈধ কমিটি অবিলম্বে বাতিল করা হোক এবং প্রকৃত মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা হোক। আগামী ৭ কার্যদিবসের মধ্যে দাবিগুলো পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ট্রাক মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন এবং এই আন্দোলনে একমত প্রকাশ করেন।