টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে বাজার ব্যবস্থাপনা জোরদার ও ভোক্তা অধিকার সুরক্ষায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা, দণ্ডবিধি এবং আইন প্রয়োগের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, মজুতদারি রোধ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল এবং টাঙ্গাইল ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল।
এছাড়া সভায় জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতিসহ সংশ্লিষ্টরা অংশ নেন। বক্তারা বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভোক্তা হয়রানি বন্ধ এবং আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা প্রশাসন জানায়, বাজারে অনিয়ম প্রতিরোধে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরও জোরদার করা হবে।











