টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখা যৌথভাবে বিভিন্ন আয়োজন করে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকার ও সাংবাদিক নেতা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, এবং সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন।
সমাবেশে আরও বক্তব্য দেন—
এ্যাডভোকেট আল-রুহী, আলহাজ্জ্ব মোহাম্মদ ফজলুল হক, মোঃ মাসুদ রানা, মোঃ মোমিনুর রহমান মোমিন, চাঁদ সুলতানা, মোঃ আব্দুল হালিম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ গোলাম মওলা মিটলুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানবাধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।











