প্রেস বিজ্ঞপ্তি : টাঙ্গাইলে অপহরণকারীদের হাত থেকে এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানি।
উদ্ধারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, টাঙ্গাইল সদর থানার জিডি নং – ৯৫৭, তারিখ- ১৫/০২/২০২১ মূলে জানতে পারি মো. রঞ্জু মিয়া (৩০) নামে এক ব্যক্তি অপহৃত হয়েছেন।
অপহরণকারীরা অপহৃতের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করেছেন।
পরে গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা উপজেলার হাতিলা গ্রামের উত্তর ভাতকুড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করি চালানো হয়।
এসময় অপহরণকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত ব্যক্তিতে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে ভাতকুড়া বাজারের উত্তর দিকে রেল লাইনের পাশে নির্জন জায়গা থেকে অপহৃত রঞ্জু মিয়াকে উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মো. রঞ্জু মিয়া (৩০)কে র্যাব অফিসে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সম্পাদনা – অলক কুমার