মাতৃভাষা দিবসে টাঙ্গাইল ক্লাবের আয়োজনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইল ক্লাবের আয়োজনে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগীরা চিত্রাঙ্কন ও একুশের কবিতা আবৃত্তি করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।

২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল ক্লাব প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রোউফ খান (রোকন) ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামছুল হক সাম্য যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি বিভাগে বিভক্ত।

ক বিভাগ – ২য় শ্রেণী হতে ৪র্থ শ্রেণী; খ বিভাগ – ৫ম শ্রেণী হতে ৬ষ্ঠ শ্রেণী আর গ বিভাগে ৭ম শ্রেণী হতে ১০ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।

আর দেশাত্মবোধক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা চারটি বিভাগে বিভক্ত।

ক বিভাগ – ২য় শ্রেণী হতে ৪র্থ শ্রেণী; খ বিভাগ – ৫ম শ্রেণী হতে ৬ষ্ঠ শ্রেণী; গ বিভাগ – ৭ম শ্রেণী হতে ১০ শ্রেণী আর ঘ বিভাগে একাদশ থেকে স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। সম্পাদনা – অলক কুমার