ডেস্ক নিউজ: টাঙ্গাইলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোরে টাঙ্গাইলের মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউনুস আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন বলেন, বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র একজন সক্রিয় সদস্য।
আরও পড়ুন- চুরি করার জন্য ঘরে ঢোকা, চিনে ফেলায় হত্যা – পিবিআই এসপি
তার বিরুদ্ধে বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০১৭ সালে এসএমপি কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
এটিইউ কর্মকর্তা ওয়াহিদা পারভীন আরও বলেন, ২০১৭ সালের ২৯ জানুয়ারি এসএমপি কোতোয়ালি থানাধীন শাহী ঈদগাহ ময়দান এলাকা থেকে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের চার সদস্যকে আটক করে পুলিশ।
এ সময় ইউনুস আলী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে যান।
এ নিয়ে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ইউনুসসহ ১০ আসামির প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।
ইউনুস দীর্ঘ ছয় বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সূত্র: আজকের পত্রিকা