নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে কর্তৃপক্ষের সম্মতি ছাড়াই দোকান নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চত্বর থেকে এই স্থাপনা অপসারণের দাবি জানান।
আরো পড়ুন – টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে জায়গা বরাদ্দ, দোকান নির্মাণ
“শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় জনগণ, টাঙ্গাইল” ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচী সকাল ১০টায় হাসপাতাল চত্বরে শুরু হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক মোখলেছুর রহমান, স্বাচিপ জেলা শাখার প্রচার সম্পাদক ফরিদ আহমেদ, জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা আমিনুল ইসলাম, শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান, সাধারণ সম্পাদক আবীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হাসপাতাল চত্বরে দোকান নির্মাণের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি এক ব্যবসায়ীকে যে জায়গা বরাদ্দ দিয়েছে তা সম্পূর্ণ অবৈধ।
বরাদ্দ পাওয়ার পর ওই ব্যবসায়ী যে পাকা স্থাপনা নির্মাণ করেছেন তা দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে রোগী বান্ধব পরিবেশ তৈরি করার দাবি জানান।
প্রসঙ্গত, ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি শিলা আনসারী নামক এক ব্যবসায়ীকে হাসপাতাল চত্বরে ৭৫০ বর্গফুট জায়গা বরাদ্দ দিয়েছে।
আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রীর আপন ভাইয়ের বিরুদ্ধে কৃষি জমি দখল ও মাটি ভরাটের অভিযোগ
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই জায়গা বরাদ্দ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অনুমতি দেননি।
হাসপাতাল পরিচালক কমিটির সভাপতি ছানোয়ার হোসেন বরাদ্দের চুক্তি পত্রে স্বাক্ষর করেছেন।
ওই ব্যবসায়ী ওই জায়গায় একতলা পাকা ভবন নির্মাণ করছেন।
তিনি জানিয়েছেন সেখানে এজেন্ট ব্যাংকিং এর শাখা, এটিএম বুথ এবং একটি ডিপার্টমেন্টাল স্টোর চালু করা হবে।