টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট হেল্প গ্রুপের সপ্তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও ক্যারিয়ার রোডম্যাপ সেমিনারের আয়োজন করা হয়। রোববার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও আইডিইবির ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী জাহিদ রানা। সঞ্চালনা করেন আন্দালিব রহমান হানিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সোলায়মান হোসেন, আলফাজ মিয়া, আল সাব্বির ফয়সাল, হেল্প গ্রুপের ফাউন্ডার এডমিন মুন্না মিয়া ও এডমিন তরিকুল ইসলাম, ছাত্রনেতা আসিফুর রহমান ও রমজান শেখ।
এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম, হৃদয় আহমেদসহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও হেল্প গ্রুপের সদস্যরা। সবাই গ্রুপের ফাউন্ডার, অ্যাডমিন, মডারেটর ও প্রকৌশলীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।