টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পূর্বাকাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান মোহাম্মদ খালেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক মালেক আদনান।
প্রতিযোগিতায় প্রেসক্লাবের প্রায় ৩৭ জন সদস্য ও তাদের পরিবার অংশগ্রহণ করেন। ইভেন্টগুলোর মধ্যে সদস্যদের জন্য ছিল দাবা, ক্যারাম, টেবিল টেনিস, অকশন ব্রীজ, কলব্রীজ ও ব্রে। এছাড়া পরিবারের জন্য আয়োজন করা হয় লুডু, ক্যারাম ও বাঘাডুলি প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতা সদস্য ও পরিবারের মধ্যে সৌহার্দ্য ও আনন্দমুখর পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।