ঘাটাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইলের মাটিতে জন্ম নেওয়া আইনিন নাহার নিপা জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে ইতিহাস সৃষ্টি করেছেন। ঘাটাইলের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদে মনোনয়ন সংগ্রহ করলেন তিনি। তার এই সাহসী পদক্ষেপ ঘাটাইলবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
আইনিন নাহার নিপার রাজনীতির দর্শন ক্ষমতার দম্ভ নয়; বরং দায়িত্ববোধ, জবাবদিহিতা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান ও দলকেন্দ্রিক রাজনীতির বাইরে এসে তিনি মানবিক নেতৃত্বের বার্তা দিচ্ছেন। সচেতন মহলের মতে, তার মনোনয়ন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়—এটি ঘাটাইলের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও নেতৃত্বের প্রতীক।
১৯৯১ সালের ১ জুলাই ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামে জন্ম নেওয়া আইনিন নাহার নিপা সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছেন। তার বাবা আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী এবং মা শাহিনা সিদ্দিক গৃহিণী। তিন বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। পারিবারিক শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বেড়ে ওঠা নিপা বিবাহিত; তার স্বামী হালিম তালুকদার এবং তিনি দুই সন্তানের জননী। গৃহিণী হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা হিসেবেও সক্রিয়।
শিক্ষাজীবনে তিনি কমলাপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ঘাটাইল এস.ই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকার তিতুমীর কলেজ থেকে অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ চালুর প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়াও তার একটি উল্লেখযোগ্য অর্জন।
পরিবারের কেউ সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি রাজনীতিতে আসেন। তার লক্ষ্য ‘শান্তি, সাম্য ও সমঝোতার রাজনীতি’। আইনিন নাহার নিপার ভিশনে ঘাটাইল একটি পরিবার—যেখানে আধুনিকায়ন, পরিকল্পিত উন্নয়ন ও মানবিক মূল্যবোধ একসঙ্গে এগিয়ে যাবে।
তার নির্বাচনী অঙ্গীকারে রয়েছে—শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করা, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিসহ সব খাতে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা। প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি এবং স্বাস্থ্যখাতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনও তার অগ্রাধিকারে রয়েছে।
আইনিন নাহার নিপা জানান, তার প্রতিটি উদ্যোগ হবে জনসমক্ষে জবাবদিহিতামূলক। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন এবং দ্রুত সমাধান নিশ্চিত করবেন তিনি। তার বিশ্বাস—নেতৃত্ব পাওয়াই শেষ কথা নয়, নেতৃত্ব দিয়ে কী পরিবর্তন আনা গেল সেটাই মুখ্য।
দল-মত নির্বিশেষে সবাইকে ঘাটাইলের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘাটাইলের মানুষই তার শক্তি। দোয়া ও সমর্থন নিয়ে তিনি ঘাটাইলকে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক শহর হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।











