নিজস্ব প্রতিবেদক : আগামীকাল জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর হতে ইভিএমসহ নির্বাচনে ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে।
প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পাঠাচ্ছেন ভোট কেন্দ্রগুলোতে।
জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনী এলাকায় দায়িত্বপালন শুরু করেছেন।
এ নির্বাচনে ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।
এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫০১ জন, নারী ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭৮ জন।
এছাড়াও ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সম্পাদনা – অলক কুমার