দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, দুদকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করতে গিয়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসে তাই আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
সোমবার বিকালে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টা বিকাল ৪ টা পর্যন্ত তিনি জেলার প্রায় ৬০ মানুষের অভিযোগ শুনেন। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ও সমাধানও করেন।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও দুদকের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।