আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলা প্রশাসন সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এই সভার আয়োজন করে। সভার সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আরাফাত মোহাম্মদ নোমান।
সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক এবং স্থানীয় পূজারীরা উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।