নিজস্ব প্রতিবেদক : চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জাতীয় পার্টি।
বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তৃতায় নেতারা বলেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে চলেছে। এর ফলে প্রতিদিনই কোনো না কোনো দ্রব্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে।
সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে শুল্ক রেয়াত দিলেও তার প্রভাব নেই বাজারে; মূলত ব্যবসায়ীরা অধিক লাভবান হতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়িয়ে চলেছে।
এ অবস্থায় সব শ্রেণিপেশার মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখতে পারছেন না।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি রুখতে না পারলে সমাজে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে।
এ জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান নেতারা।
বক্তারা আরো বলেন, প্রতিটি দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। সরকারের উচিত দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আনা।
অন্যথায় আগামী নির্বাচনে বাংলার মানুষ এই সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার শাখার আহবায়ক আবুল কাশেম; চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন; জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার; সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট আবু তাহের; সদস্য সচিব ও জেলা শাখার যুগ্ম-আহবায়ক ফকির শাহআলম; যুগ্ম-আহবায়ক এডভোকেট আব্দুল কাদের তুলা।
এসময় উপস্থিত ছিলেন, সদস্য সৈয়দ সামসুদৌহা যুবরাজ; শহর জাতীয় আহবায়ক আহসান খান আছু; জেলা যুব সংহতির সভাপতি আ. রাজ্জাক সিকদার; সাধারণ সম্পাদক আ. হালিম প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার