নিজস্ব প্রতিবেদক : চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলের দেলদুয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেলদুয়ার উপজেলা শাখা জাতীয় পার্টির আয়োজনে বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তৃতায় নেতারা বলেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে চলেছে। এর ফলে প্রতিদিনই কোনো না কোনো দ্রব্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে।
সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে শুল্ক রেয়াত দিলেও তার প্রভাব নেই বাজারে; মূলত ব্যবসায়ীরা অধিক লাভবান হতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়িয়ে চলেছে।
এ অবস্থায় সব শ্রেণিপেশার মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখতে পারছেন না।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি রুখতে না পারলে সমাজে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে।
এ জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান নেতারা।
বক্তারা আরো বলেন, প্রতিটি দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। সরকারের উচিত দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আনা।
অন্যথায় আগামী নির্বাচনে বাংলার মানুষ এই সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সবদের আলী মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার