টাঙ্গাইলের ধনবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ধনবাড়ী উপজেলার বীরতারা ও বানিয়াজান ইউনিয়নের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু উৎপল বসাকসহ অন্যান্য কর্মকর্তারা।
ইউএনও মো. শাহীন মাহমুদ জানান, পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিসি ক্যামেরা স্থাপন, যাতায়াতের রাস্তা এবং প্রতিমা তৈরির প্রস্তুতিসহ সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। কোনো মণ্ডপে সমস্যা চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, “ধর্মীয় উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”