টাঙ্গাইলের ধনবাড়ীতে নতুন করে এক টেলিকম ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছে। রোববার (১০ মে) ধনবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ডের আলহাজ্ব মনোয়ার মার্কেটের টেলিকম ব্যবসায়ীর বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে।
এ নিয়ে ধনবাড়ি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা জানান, ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করে শনিবার (৯ মে) ঢাকায় পাঠানো হয়। রোববার (১০ মে) তার নমুনায় করোনা পজেটিভ ধরা পড়লে তার দোকান ও বাড়ী লকডাউন করা হয়। এ নিয়ে উপজেলায় মোট ৪ জন আক্রান্ত হলো।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম জানান, আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। তাদের আশেপাশে লোকজনদের সর্তক করে দেয়া হয়েছে।
ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, ধনবাড়ীতে এ নিয়ে মোট ৪ জন আক্রান্ত হলো। তাদের বাড়ী লকডাউন করা হয়েছে। যাতে আরো কোন ব্যক্তি আক্রান্ত না হতে পারে। কোন কিছুর প্রয়োজন হলে তাদের ফোন নম্বর দেয়া হয়েছে। ফোন করলেই পৌরসভা কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ীতে পৌঁছে দেয়া হবে।