নওগাঁর বদলগাছী মহিলা কলেজে একই পদে দুই ‘অধ্যক্ষের’ দাবি ঘিরে চলছে চরম উত্তেজনা ও রশি টানাটানি। কলেজের বর্তমান অধ্যক্ষ মাহবুব আলম দায়িত্বে থাকলেও জ্যেষ্ঠ প্রভাষক ইমামুল হোসেন নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে চেয়ার দখলের চেষ্টা করেন।
জানা গেছে, গত ২৯ জুন এইচএসসি পরীক্ষা চলাকালে কলেজ কক্ষে ঢুকে ইমামুল হোসেন নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেন এবং অধ্যক্ষ মাহবুব আলমকে চেয়ার ছাড়তে বলেন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা কলেজ গেটে ভিড় জমান।
সূত্র জানায়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা। ২০২৩ সালের আগস্টে অধ্যক্ষ মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে সাময়িক বরখাস্ত করে নতুন এডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি লুৎফর রহমান সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন। পরে মাহবুব আলম জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপিল করলে তাঁকে পুনর্বহাল করা হয় এবং নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে ফজলে হুদা বাবুলকে অনুমোদন দেওয়া হয়।
তবে ইমামুল হোসেন দাবি করছেন, হাইকোর্টে রিটের ফলে আগের কমিটি বহাল আছে এবং সভাপতি লুৎফর রহমান তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। লুৎফর রহমানও এ দাবি সমর্থন করেছেন।
অন্যদিকে বর্তমান অধ্যক্ষ মাহবুব আলম বলেন, ‘রিটের কোনো চূড়ান্ত রায় হয়নি, তাই চেয়ার দখলের বৈধতা নেই।’ এডহক কমিটির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘আদালতের রায় না হওয়া পর্যন্ত চেয়ার দখলের চেষ্টা দুঃখজনক।’
কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, চেয়ার দখলের এই নাটক বন্ধ না হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তারা দ্রুত সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।